ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

শহর পরিষ্কার রাখা খুবই চ্যালেঞ্জিং: আতিক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৮, ১ আগস্ট ২০২০ | আপডেট: ১৯:৩৩, ১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, শহর রক্ষা করতে হলে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। শহর পরিষ্কার রাখা খুবই চ্যালেঞ্জিং। আর তা তখনি সম্ভব হবে, যখন সবাই এগিয়ে আসবে। 

আজ শনিবার ঈদুল আজহার দিন দুপুরে রাজধানীর বসিলার সাদিক এগ্রোতে ডিএনসিসি ডিজিটাল হাটের কোরবানির পশু জবাই ও প্রসেসিংয়ের স্থান (স্লটারিং হাউজ) পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ‘এবার ঈদের বর্জ্য ফেলার জন্য ২৫৬টি স্থান নির্ধারণ করা হয়েছে। আমি কয়েকটি স্থান দেখে এসেছি। কিন্তু কেউই নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলছেন না।’

আতিকুল ইসলাম বলেন, ‘প্রথমবারের মতো ডিজিটাল স্লটারিং হাউজে এবার ৪শ’ গরু কোরবানি দেয়া হয়েছে। এটি খুবই চ্যালেঞ্জিং ছিল।’

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি